স্টাফ রিপোর্টার: ফরিদপুরে চোর সন্দেহে জাফর মল্লিক নামে এক রিকশাচালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান শামীম মোল্লাকে প্রধান আসামি করে মামলা করা হয়েছে। নিহত জাফর বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের কমলেশ্বর্দী গ্রামের বাসিন্দা। শামীম মোল্লা ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন- দাদপুর ইউনিয়নের দু নম্বর ওয়ার্ডের সদস্য রহিম মল্লিক, গ্রাম পুলিশ আব্দুর রব, উৎপল মাহুত, গোবিন্দ বেহারাসহ আরও তিনজন। গতকাল রোববার দুপুরে নিহতের মা মনোয়ারা বেগম বাদী হয়ে বোয়ালমারী থানায় এ মামলা দায়ের করেন।