মেহেরপুর অফিস: মেহেরপুরের গাংনী উপজেলা শহর থেকে ৬৭ লাখ টাকা মূল্যের ১১ হাজার পিস ভারতীয় শাড়ি উদ্ধার করেছে র্যাব। ভারত থেকে চোরাই পথে আনা ট্রাকবোঝাই শাড়িসহ দুজনকে গত শনিবার রাতে আটক করে র্যাব।
র্যাব-৬ মেহেরপুর গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি তারেক জুবায়ের জানিয়েছেন, চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে শাড়িগুলো আনা হয়। ট্রাকযোগে এগুলো পাবনার উদ্দেশে নেয়া হচ্ছিলো। সকালে ট্রাকভর্তি শাড়িগুলো আটকের পর চালক জানায়, বেনাপোল কাস্টমসের মাধ্যমে ভারত থেকে আমদানি করার কাগজপত্র দেখায়। পরে যাচাই করে দেখা যায় সব কাগজপত্র ভূয়া। ট্রাকচালক ভোলা জেলার আব্দুর রহিম (২০) ও শাড়িমালিকের প্রতিনিধি আরোস আলীকে (৩৫) আটক করা হয়েছে।