স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি মালবাহী ট্রাকের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ট্রাকচালক ও হেলপারের মৃত্যু হয়েছে। গতকাল রোববার ভোরে এ ঘটনায় ঘটনাস্থলেই একজন ও অপরজনের সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়। নিহতরা হলেন- কুমিল্লার চান্দিনা কুটুম্বাপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে ট্রাকচালক ফয়েজ মিয়া (২৫) ও দেবিদ্বার থানার আলীরটক গ্রামের মৃত সামাদ মিয়ার ছেলে সোহেল (২২)।