সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় গ্রেফতার

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শহরতলী দৌলাতদিয়াড় দক্ষিণপাড়ার আব্দুল হালিমকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাত ৯টার দিকে সিনেমাহলপাড়ায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় হাতে গ্রেফতার করা হয়।

পুলিশ বলেছে, দৌলাতদিয়াড় দক্ষিণপাড়ার আমির আলীর ছেলে আব্দুল হালিম (৪০) বিগত দিনে চুরি মামলায় ধরা পড়েছে। গতকাল সন্ধ্যার পর পান্না সিনেমাহলপাড়ায় সে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে থাকে। তাকে স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ গ্রেফতার করে।