খবর: (কার্পাসডাঙ্গায় সরকারি জমিতে পুলিশের মার্কেট নির্মাণ)
বাপের জমি বেচে দিয়ে
পরের জমি ভোগ করো,
নিজের পাতে ঝোল মাখিয়ে
অল্প কিছু যোগ করো।
লোকের পিঠে বেজায় মিঠে
জমিজমাও জাল করো,
ছোটো লোকের পোলা হয়ে
লোকের খেয়ে খোল করো।
খাস জমিও ছাড়লে নাগো
দখল করে ঘর করো,
কী বেয়াদব আপন মানুষ
স্বার্থ পেলেই পর করো।
-আহাদ আলী মোল্লা