লালু প্রসাদ যাদবের পাঁচ বছরের জেল

মাথাভাঙ্গা মনিটর: ১৭ বছর আগের পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ওই মামলায় দোষী সাব্যস্ত করার পর গতকাল বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সাজা ঘোষণা করেন ঝাড়খণ্ডের রাঁচির বিশেষ সিবিআই আদালত। ৬৬ বছর বয়সী লালুকে গত সোমবার দোষী সাব্যস্ত হওয়ার দিনই কারাগারে পাঠানো হয়। দুর্নীতির দায়ের দণ্ডিত হওয়ায় ভারতের বর্ণময় এই রাজনীতিবিদকে তার সংসদ সদস্য পদ হারাতে হয়েছে সুপ্রিমকোর্টের সাম্প্রতিক এক রায়ের কারণে। একই কারণে আগামী ছয় বছর আর নির্বাচনে প্রার্থী হতে পারবেন না কংগ্রেস নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের একজন মিত্র হিসাবে পরিচিতি রাষ্ট্রীয় জনতা দলের প্রধান। সম্প্রতি ভারতের সুপ্রিমকোর্ট এক আদেশে বলে, কোনো এমপি বা এমএলএ কোনো আদালতে দোষী সাব্যস্ত হলে এবং তাকে দু বা তার বেশি বছরের কারাদণ্ড দেয়া হলে তাৎক্ষণিকভাবে তিনি সদস্য পদ হারাবেন।

Leave a comment