স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শহরতলী দৌলাতদিয়াড়র চুনুরিপাড়ার তোতা ও কাশেমকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার দিকে ৪ অ্যাম্পুল ঘুমের ইনজেকশনসহ চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ এদেরকে গ্রেফতার করে।
পুলিশ বলেছে, দৌলাতদিয়াড় চুনুরিপাড়ার মৃত আবু মতলেবের ছেলে তোতা (৫৫) ও একই পাড়ার মৃত ছানাউল্লার ছেলে আবুল কাশেম (৪৫) একই এলাকায় ঘুমের ইনজেশন বিক্রি করে। নেশার জন্য এদের নিকট থেকে নেশাখোরদের অনেকেই ঘুমের ইনজেকশন কেনে। গোপন সংবাদের ভিত্তিতে এ তথ্য পেয়ে চুয়াডাঙ্গা সদর থানার এসআই খালিদ ও এসআই মনির সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করেন। এ সময় কাশেমের নিকট থেকে ৪ অ্যাম্পুল ঘুমের ইনজকেশন উদ্ধার করা হয়।
দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আজ শুক্রবার দুজনকেই আদালতে সোপর্দ করা হতে পারে। পুলিশ বলেছে, মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। তারই অংশ হিসেবে গতকাল মাদকবিরোধী এ অভিযান চালানো হয়। মাদকবিরোধী অভিযান চলছে, চলবে।