চার্জার লাইট বাস্ট হয়ে ঝলসে গেছে শিশু দু ভাই-বোন

চুয়াডাঙ্গা দামুড়হুদার ছুটিপুরে ঘুমন্তদের ওপর আগুনের ছটা : চিৎকার

 

স্টাফ রিপোর্টার: চার্জার লাইটের ব্যাটারি বাস্ট হয়ে শিশু দু ভাই-বোন ঝলসে গেছে। গতরাত সাড়ে আটটার দিকে চুয়াডাঙ্গা দামুড়হুদার ছুটিপুর স্কুলপাড়ায় এ দুর্ঘটনা ঘটেছে। শিশু দু ভাই-বোনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, ছুটিপুর স্কুলপাড়ার মিজানুর রহমানের ছেলে রাকিব (৭) ও সাদিয়া (২) পাশাপাশি ঘুমিয়ে ছিলো। পাশেই বৈদ্যুতিক সার্কিট। সেখানে চার্জার লাইট চার্জে দেয়া ছিলো। রাত আনুমানিক সাড়ে আটটার দিকে চার্জার লাইটের ব্যাটারি বাস্ট হয়। আগুন লেগে যায়। আগুনে ঝলসে যায় শিশু দু ভাই-বোন। তাদের চিৎকারে অন্যদের ঘুম ভাঙে। দ্রুত দু ভাই-বোনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে শিশু রাকিব ও সাদিয়ার মা মালা খাতুন বলেছেন, প্রতি রাতের মতো আমরা একই বিছানায় রাত আটটার দিকে ঘুমিয়ে পড়ি। দু ভাই-বোনকে ফ্যানের নিচেই রাখি। রাত সাড়ে আটটার দিকে বিকট শব্দে আগুন ধরে ছড়িয়ে পড়ে। বিছানার কাপড়ে আগুন লেগে যায়। ব্যাটারির আগুন পড়ে দু সন্তানের শরীরে। মুহূর্তের মধ্যে যেন বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি হয়। পরিবারের সদস্যরা দ্রুত ছুটে আসে।