মাথাভাঙ্গা মনিটর: ২০০তম টেস্ট ম্যাচ খেলার পর অবসরে যাচ্ছেন কিংবদন্তী ক্রিকেটার শচীন টেন্ডুলকার। তার অবসর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বোর্ড মনে করে, টেন্ডুলকার তার ক্যারিয়ারের সেরা সময় পেরিয়ে এসেছেন এবং সাম্প্রতিক সময়ে শীর্ষ দলগুলোর বিরুদ্ধে তার পারফরমেন্স খুবই সাধারণ। জাতীয় দল নির্বাচকদের মধ্যে যেহেতু কেউই তাকে অবসর নিতে বলার ক্ষমতা রাখেন না তাই বিসিসিআই’র একজন সিনিয়র কর্মকর্তা নিরবতা ভেঙে টেন্ডুলকারকে অবসর নিতে বলবেন। টেন্ডুলকারের অবসরে যাওয়ার আদৌ কোনো লক্ষণ নেই- এটা পর্যবেক্ষণ করার পরই বোর্ড এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে।
দলে নতুন মুখ আনতে আগ্রহী বোর্ড এবং টেন্ডুলকার যাতে দেশের মাঠে ২০০তম টেস্ট খেলতে পারেন সে জন্যই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ আয়োজন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।