স্টাফ রিপোর্টার: যশোরে এক আওয়ামী লীগ নেতা দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন। গতকাল রোববার বিকেল সাড়ে ৩টার দিকে শহরের ঢাকা রোড তালতলায় এ হামলায় আহত হন যশোর পৌরসভার এক নম্বর ওয়ার্ড শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম। তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোতোয়ালি থানার ওসি শেখ এমদাদুল হক জানান, যশোর টায়ার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি শেখ নজরুল ইসলামকে সন্ত্রাসী ফিঙ্গে লিটন গ্রুপের শাকিলসহ কয়েকজন দুর্বৃত্ত পায়ে গুলি করে। নজরুল ইসলাম এ সময় তার দোকানের সামনে অবস্থান করছিলেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলেও পুলিশ কর্মকর্তা জানান।