আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা বাজারে হলুদ পট্টির ডিকু ডাক্তারের ঘরের পেছনে জুয়া খেলার আসর বসেছে। গোপনসূত্রে বিষয়টি জানতে পেরে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আনজুমান আরা আলমডাঙ্গা থানার নতুন অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, ওসি (তদন্ত) নাজমূল হুদা ও সেকেন্ড অফিসার লুৎফুল কবীরকে সাথে নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। সেসময় পুলিশ ৬ জুয়াড়িকে আটক করে। এরা হলো- আলমডাঙ্গা গোবিন্দপুর গ্রামের মৃত ওমর আলী ছেলে লিয়াকত আলী (৩৮), বকসিপুর গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে ফজলুল হক (৫০), গেট বণ্ডবিল গ্রামের মজনুর ছেলে শহিদুল ইসলাম (৩৫), শ্যামপুর গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে বাবলু (৪০), কুষ্টিয়া জেলার ইবি থানার পাটিকাবাড়ি গ্রামের আব্দুর রহিম মালিথার ছেলে জহুরুল ইসলাম (৩০) ও হালসা খেজুরতলার মৃত রমজান আলীর ছেলে আব্দুর রহিম (৫০)। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এদের প্রত্যেককে ২৬ দিন করে কারাদণ্ডের আদেশ প্রদান করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার আনজুমান আরা।