মুজিবনগর নাইটবার্ড ফুটবল টুর্নামেন্টে করমদি একাদশ জয়ী

 

মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগর দারিয়াপুরের নাইটবার্ড ক্লাব ফুটবলের কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে নাইটবার্ড ফুটবল টুর্নামেন্টে দারিয়াপুর ফুটবলমাঠে অনুষ্ঠিত খেলায় গাংনী উপজেলার করমদি একাদশ ও মেহেরপুর সদর উপজেলার আমদাহ একাদশ ১-১ গোলে সমতা আসলে নির্ধারিত সময়ে খেলা শেষে টাইব্রেকারে করমদি একাদশ ৩-০ গোলে আমদাহ একাদশকে পরাজিত করে। রেফারির দায়িত্ব পালন করেন মতিউর রহমান মতি, সহকারী হিসেবে ছিলেন সাবান মাহাম্মদ ও নয়ন।