দামুড়হুদা অফিস: সীমান্তে নারী পাচার ও ফেনসিডিলসহ বিভিন্ন মাদক চোরাচালান প্রতিরোধে দামুড়হুদার ফুলবাড়ী ও বাড়াদী সীমান্তে বিজিবি-বিএসএফ তিন ঘণ্টা যৌথ টহল দিয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ফুলবাড়ী সীমান্তের ৮৪ নং মেন পিলার থেকে ৮৬ নং মেন পিলার পর্যন্ত দীর্ঘ ৯ কিলোমিটার এ যৌথ টহল চলে। এতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ফুলবাড়ী সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার আবু লায়েছ ও বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন ভারতের হরেন্দ্রপুর ক্যাম্পের কমান্ডার এসআই পিটি লিওস। বিজিবির ১০ ও বিএসএফ’র ১২ সদস্য এ টহলে অংশ নেন। অন্যদিকে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার বাড়াদী সীমান্তের ৭৯ মেন পিলার থেকে ৮১ নং মেন পিলার পর্যন্ত ৮ কিলোমিটার যৌথ টহল দিয়েছে বিজিবি ও বিএসএফ। এতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন বাড়াদী সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার আমিনুল ইসলাম ও বিএসএফ’র বিজয়পুর ক্যাম্পের কমান্ডার ইন্সপেক্টর শিব সিং। এতে উভয় পক্ষরে ১০ জন সদস্য অংশ নেন। সীমান্তে নারী পাচার ও ফেনসিডিলসহ বিভিন্ন মাদক চোরাচালান প্রতিরোধের জন্য দু দেশের সীমান্তরক্ষীদের মধ্যে এ যৌথটহলের আয়োজন করা হয়। এ টহল চোরাচালান প্রতিরোধে ভূমিকা রাখবে বলে মনে করেন উভয় দেশের সীমান্তরক্ষীরা।