আলমডাঙ্গার অভয়নগরে বোমা বিস্ফোরণ

 

জামজামি প্রতিনিধি: আলমডাঙ্গার অভয়নগরে বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। গতরাত সাড়ে ১০টার দিকে গ্রামের রোজদার আলীর বাড়ির পাশে বোমার বিস্ফোরণ ঘটানো হয়। বোমার বিস্ফোরণে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গার ডাউকি ইউনিয়নের ভয়নগরের উম্মাত আলীর ছেলে রোজদার আলীর বাড়ির পাশে কয়েকজন যুবক একটি বোমা নিক্ষেপ করে। বোমাটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। রোজদারের পরিবারের সদস্যরা বলেছে, গ্রামেরই পলাশহ কয়েকজন উঠতি বয়সী যুবক বোমার বিস্ফোরণ ঘটিয়েছে।