স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা সদরের গাড়াবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদুল হক স্বপন (৩৫) অকালেই ঝরে গেলেন। গতকাল দুপুরে তাকে তার বাড়ি থেকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজ সকাল ১০টায় নূরনগরস্থ পারিবারিক কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হবে।
গাড়াবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদুল হক স্বপন চুয়াডাঙ্গা জেলা শহরের বাসটার্মিনাল এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের ছেলে। বেশ কিছুদিন ধরে তিনি মহিলা কলেজপাড়ায় ব্যাংকার মামুনের বাসায় ভাড়ায় বসবাস করে আসছিলেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় থেকে বাসায় ফেরেন। ঘরে প্রবেশ করেন। ঘুমিয়ে পড়েন। তাকে ডাকাডাকি করে সাড়া না পেলে ডা. পরিতোষ কুমারকে বাসায় নেয়ার জন্য জানানো হয়। ডা. পরিতোষ কুমার রোগীকে হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের সদস্যরাসহ চিকিৎসক বলেছেন, জাহিদুল হক স্বপন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। অবশ্য প্রতিবেশীদের কয়েকজন বলেছেন, দাম্পত্য কলহের জেরে ঘুমের পিল সেবনেই অকালে ঝরে গেলেন তিনি।