দামুড়হুদা ঠাকুরপুরে ৪টি পরিবারের বাড়িঘর উচ্ছেদ

 

ভ্রাম্যমা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী ঠাকুরপুর গ্রামে সরকারি জমিতে অবৈধভাবে নির্মাণ করা ৪টি বসতঘর উচ্ছেদ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বসতঘরগুলো উচ্ছেদ করা হয়। আদালতের আদেশ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ঠাকুরপুর গ্রামের একই পরিবারের হচেন আলীর ছেলে মওলা আলী, ফরজ আলী, ফারুক হোসেন ও শাহাজাহান আলী রাস্তার পাশে ১৪/১৫ বছর আগে নিজ জমিতে বসতঘর তৈরি করে বসবাস শুরু করে। বসতঘরের সামান্য অংশ সরকারি জমির মধ্যে পড়ে। এরই মধ্যে একই গ্রামের আহম্মদ আলীর ছেলে নওশাদ আলী বসতঘর সরে নেয়ার জন্য আদালতে মামলা দায়ের করেন। আদালত ১৫ দিনের মধ্যে বসতঘর সরিয়ে নেয়ার জন্য আদেশ দেন। নির্দিষ্ট সময়ে বসতঘর সরিয়ে না নেয়ায় উচ্ছেদের আদেশ দেয়া হয়। চুয়াডাঙ্গার ম্যাজিস্ট্রেট কাজী সাইমুজ্জমান উপস্থিতিতে গতকাল বসতঘর উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ হওয়া পরিবারের সদস্যরা বলেছে, আমরা আশ্রয়হীন হয়ে পড়লাম।