মাথাভাঙ্গা অনলাইন : ন্যূনতম মজুরি ৮ হাজার টাকায় উন্নীত করার দাবিতে চতুর্থ দিনের মতো পোশাকশ্রমিকরা বিক্ষোভ-অবরোধ করেছে। এ সময় পুলিশ ও শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘের্ষে শতাধিক আহত হয়েছেন বলে জানা গেছে।
চলমান আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার সকাল থেকে নারায়ণগঞ্জের ফতুল্লা, ঢাকার কুড়িল বিশ্বরোড, আশুলিয়ার জিরাবো ও গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শিল্পাঞ্চলের বিভিন্ন পোশাক কারখানার হাজার হাজার ক্ষুব্ধ শ্রমিক রাস্তায় নেমে আসে। এ সময় তারা সড়ক অবরোধ ও বিক্ষোভ করে।
এদিকে, শ্রমিক বিক্ষোভের মুখে এসব এলাকার পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।