বুধবার থেকে জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু

মাথাভাঙ্গা অনলাইন : : বুধবার থেকে ঢাকা, গাজীপুর ও মানিকগঞ্জ জেলার জাতীয় পরিচয়পত্র বিতরণের কাজ শুরু হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন(ইসি)সচিব ড. মোহাম্মদ সাদিক।
মঙ্গলবার বিকেল ৩টায় নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
তিনি জানান, প্রথম দুই সপ্তাহ তথ্য সংগ্রহকারী বাড়ি বাড়ি গিয়ে জাতীয় পরিচয়পত্র বিতরণ করবেন। পরের দুই সপ্তাহ তথ্য সংগ্রহকারীর কাছ থেকে জাতীয় পরিচয়পত্র গ্রহণ করা যাবে। এরপরেও যারা জাতীয় পরিচয়পত্র পাবেন না তারা স্থানীয় জেলা এবং উপজেলা নির্বাচন কার্যালয় থেকে তা সংগ্রহ করতে পারবেন।
এর মাধ্যমে ঢাকা জেলায় পাঁচ লাখ ৩২ হাজার ২৬১টি, গাজীপুরে এক লাখ ৭০ হাজার ৮৪৪টি এবং মানিকগঞ্জে এক লাখ ৩১ হাজার ১২০টি জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে।
এছাড়া বৃহস্পতিবারে থেকে একই প্রক্রিয়ায় ফরিদপুরে এক লাখ ৩৭ হাজার ১২০টি জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে।
তিনি আরো জানান, এই ভোটার তালিকায় অনিয়মের কোনো সুযোগ নেই। আমরা যদি দেখি, কেউ দু’বার ভোটার হয়েছেন তাহলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। এটি কারো ব্যক্তিগত নয়, জাতীয় সম্পদ।