জীবননগরে পাসপোর্ট জালিয়াতি চক্রের সদস্য গ্রেফতার

 

জীবননগর ব্যুরো: জীবননগর থানা পুলিশ উপজেলার মিনাজপুর গ্রামে অভিযান চালিয়ে পাসপোর্ট জালিয়াতি মামলার ওয়ারেন্টভূক্ত আসামি নাসিরউদ্দিনকে (৩০) গ্রেফতার করেছে। এসআই শফিক গত সোমবার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। গতকাল মঙ্গলবার তাকে চুয়াডাঙ্গা সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।

থানাসূত্রে জানা যায়, জীবননগর উপজেলার মিনাজপুর গ্রামের লেদু মিয়ার ছেলে নাসিরউদ্দিন পাসপোর্ট জালিয়াতি চক্রের একজন অভিযুক্ত আসামি। তার বিরুদ্ধে ঢাকা বিমান বন্দর থানায় এ বিষয়ে একটি মামলা রয়েছে। আদালত তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যূ করে। এ ওয়ারেন্ট তামিল করার জন্য জীবননগর থানায় হুকুম জারি করা হয়। থানা অফিসার ইনচার্জ আব্দুর রকিব খাঁন জানতে পারেন অভিযুক্ত ওয়ারেন্টি আসামি নাসির তার বাড়িতে অবস্থান করছেন। সংবাদের ভিত্তিতে তিনি এসআই শফিককে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনার নির্দেশ প্রদান করেন।