কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষাবিষয়ক সভায় জেলা প্রশাসক

 

বর্তমান প্রজন্মের মননে সুশিক্ষার বীজ বপ করতে হবে

জিল্লুর রহমান মধু: দামুড়হুদার কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মানসম্মত শিক্ষাবিষয়ক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে বিদ্যালয় চত্বরে সভার সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন বলেন, যে জাতি যতো শিক্ষিত, সে জাতি ততোই উন্নত। শিক্ষার ছাড়া কোনো জাতি উন্নয়নের স্বর্ণ শিখরে পৌঁছুতে পারে না। তাই বর্তমান প্রজন্মের মননে সুশিক্ষার বীজ বপন করতে হবে। বিশেষ অতিথি ছিলেন- দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ফরিদ হোসেন, সাবেক অধ্যাপক আব্দুল গফুর, কার্পাসডাঙ্গা মহিলা মাদরাসার অধ্যক্ষ মাও. নুরুল আমীন। উপস্থিত ছিলেন- প্রধান শিক্ষক ফেরদৌস রহমান, সাহাজান আলী, ওবাইদুল্লাহ, খায়রুল বাসার, স্বরুপ কুমার দাস, বিউটি খাতুন, মোসলেম উদ্দিন, নাছিমা খাতুন, শিক্ষার্থী মুন্নি খাতুন প্রমুখ।