টিপ্পনী:

 

খবর: (দামুড়হুদায় ট্রেড শিক্ষকদের প্রাইভেট টিউশনির রোষানলে শিক্ষার্থীরা)

 

টাকার মোহে ডুবে গেলেন

থাকলো কী আর বাকি,

শিক্ষকতা করে যদি

জীবন হলো ফাঁকি।

 

সব মানুষই আড় চোখে চায়

ভাঙলো হাঁড়ি হাটে,

শিক্ষকতা করে কেমন

চলতে পারেন ডাঁটে।

 

শিক্ষকতা বাটপারি নয়

জাতি গড়ার কাজ,

কিন্ত এ কী দেখছি বাপু

ভীষণ ধড়িবাজ।

 

-আহাদ আলী মোল্লা