মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান : টাকাসহ হুন্ডিব্যবসায়ী গ্রেফতার

 

মহেশপুর প্রতিনিধি: মহেশপুর উপজেলা শ্যামকুড় সীমান্তে বিজিবি ২ লক্ষ ৪৭ হাজার ৪শ’ ১০ টাকা ও ভারতীয় ১০ রুপিসহ হুন্ডিব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে (৩৫) গ্রেফতার করেছে। গতকাল সোমবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করে বিজিবি।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন সিও লে. কর্নেল আসাদুজ্জামান জানান, মহেশপুর উপজলার মালবাড়িয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম হুন্ডির টাকা নিয়ে নোম্যান্স ল্যান্ডের কাছে ভারতীয় নাগরিকের কাছে দেয়ার সময় শ্যামকুড় ক্যাম্পের বিজিবি’র সদস্যরা তাকে ধাওয়া করে খালডাঙ্গা নামক স্থান থেকে তাকে ২ লাখ  ৪৭ হাজার ৪১০ টাকা ও ভারতীয় ১০ রুপিসহ গ্রেফতার করেন। বিজিবি ধারণা করছে সে হুন্ডিব্যবসায়ীর সাথে জড়িত। কিন্ত এলাকার লোকজন বলছে ভারত থেকে গরু আনার জন্য ওই টাকা নিয়ে সীমান্তে গিয়েছিলো জাহাঙ্গীর আলম। বর্তমানে সে শ্যামকুড় ক্যাম্পে আটক রয়েছে।