স্টাফ রিপোর্টার: যশোরের চৌগাছা উপজেলার সিংহঝুলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশা হত্যা মামলার আসামি আতিয়ার রহমানকে (৪৫) কুপিয়ে খুন করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।
গতকাল সোমবার রাত ৯টার দিকে উপজেলার জগন্নাথপুর এলাকায় এ খুনের ঘটনা ঘটে। নিহত আতিয়ার রহমান উপজেলার জগন্নাথপুর গ্রামের বদরুদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, গতকাল সোমবার রাতে আতিয়ার জগন্নাথপুর গ্রামের একটি চায়ের দোকানের সামনে দাড়িয়ে ছিলেন। এ সময় একদল অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আতিয়ার রহমান চৌগাছার সিংহঝুলি ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আশরাফ হোসেন আশা হত্যা মামলার আসামি ছিলেন।