মহেশপুর প্রতিনিধি: মহেশপুর উপজেলার কুসুমপুর সীমান্ত থেকে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে ধরে কেষ্টগঞ্জ থানা হাজতে প্রেরণ করেছে বিএসএফ। গতকাল সোমবার ভোরে বিএসএফ তাকে ধরে নিয়ে যায়।
এলাকাবাসী ও কুসুমপুর কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল কাদের জানান, উপজেলার চাঁপাতলা গ্রামের আখের আলী মণ্ডলের ছেলে হারন অর রশিদ (২৫) ৬১ নম্বর মেন পিলার পার হয়ে ভারতে গরু আনতে গেলে ফতেপুর ক্যাম্পের টহল বিএসএফ তাকে আটক করে কেষ্টগঞ্জ থানায় হস্তান্তর করেছে। এ বিষয়ে গতকাল সোমবার সকাল ১১টায় ৬১ নম্বর মেন পিলারের ১৪ নং সাব পিলালের কাছে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ২০ মিনিটি স্থায়ী বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল কাদের এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন ফতেপুর ক্যাম্পের ক্যাম্প কমান্ডর এএফআই এএম মণ্ডল। বৈঠকে বিএসএফ জানায়, অবৈধভাবে ভারতে প্রবেশ করার দায়ে তাকে আটক করে ভারতের কেষ্টগঞ্জ থানা হস্তান্তর করা হয়েছে। তাকে আইনি প্রক্রিয়ায় বের করে নিয়ে যেত হবে।