স্টাফ রিপোর্টার: নোয়াখালীর দ্বীপ উপজেলার হাতিয়ার হরিচন্দ্র ইউনিয়নের নলেরচর এলাকায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এমরান বাহিনীর প্রধান এমরান ডাকাত (৪৫) ও গণপিটুনিতে তার সহযোগী জসিম উদ্দিন (৩৫) নিহত হয়েছে। বন্দুকযুদ্ধে নিহত এমরান ডাকাত হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের মেঘফ্যাশন গ্রামের মৃত কামালউদ্দিনের ছেলে। এ সময় গণপিটুনিতে সাধু মাঝি নামের এক দস্যুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি বন্দুক, ছয়টি গুলি ও পাঁচটি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। এমরানের বিরুদ্ধে হাতিয়া থানায় হত্যা, ডাকাতি, ধর্ষণ ও অপহরণসহ বিভিন্ন অভিযোগে ১৬টি মামলা রয়েছে বলে জেলা পুলিশ সুপার আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।