দামুড়হুদায় অসুস্থ গরুর মাংস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

 

দামুড়হুদা অফিস: দামুড়হুদা উপজেলা বাসস্ট্যান্ডে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি করাকালে একজনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে দোষী সাব্যস্ত করে ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

জানা গেছে, গতকাল রোববার বেলা ১২টার দিকে দামুড়হুদা বাজারপাড়ার মৃত আজিবারের ছেলে লালু (৪০) খাঁপাড়া থেকে মজিবার রহমানের একটি অসুস্থ গরু সাড়ে ৫ হাজার টাকায় কিনে দামুড়হুদা বাসস্ট্যান্ডে জবাই করে বিক্রি করছিলো। বিষয়টি থানা পুলিশের খবর দিলে স্যানিটারি ইন্সপেক্টরের তদন্তে সত্যতা মিললে পুলিশ লালুকে আটক করে থানায় নিয়ে যায়। বিকেল ৪টায় তাকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফরিদ হোসেনের কার্যালয়ে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালতে স্বাক্ষীদের স্বাক্ষর গ্রহণ শেষে তাকে দোষী সাব্যস্ত করে ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল দিয়েছে। এ সময় উপস্থিত ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল মতিন, এস.আই ইব্রাহীম আলী প্রমুখ।