খবর: (আলমডাঙ্গার জোড়গাছা গ্রামে বিয়ের দাবিতে বাগদত্তা স্ত্রীর অনশন)
যুগের হাওয়া পাল্টে গেছে ভাইরে
কনে এখন বরের বাড়ি যায়রে
লজ্জা ভীষণ তাইরে নারে নাইরে
নাক খেয়েছি মুখ খেয়েছি তাইরে।
দেখছি শুধু মুখটা বুজে হায়রে
বলার সাহস কোথায় এখন পাইরে
এসব বাপু কিসের হাওয়া বাইরে
হা করে তা কেবলই সব খাইরে।
বিপদ বিপদ কোথায় পাবো ঠাঁইরে
আমরা নাকি ভিনদেশি গান গাইরে
ধীরে ধীরে কোন বিপথে ধাইরে
ছেলে-মেয়ের কপাল পুড়ে ছাইরে!
-আহাদ আলী মোল্লা