ক্রীড়া প্রতিবেদক: কুষ্টিয়া সেক্টর আন্তঃব্যাটালিয়ন হ্যান্ডবল প্রতিযোগিতায় কুষ্টিয়া ৩২ বর্ডার গার্ডকে (বিজিবি) হারিয়ে চুয়াডাঙ্গা ৬ বর্ডার গার্ড চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গতকাল রোববার বিকেল ৪টায় চুয়াডাঙ্গাস্থ ৬ বর্ডার গার্ড সদর দপ্তর হ্যান্ডবলমাঠে অনুষ্ঠিত ফাইনালে ৬ বর্ডার গার্ড ১৪-৪ গোলে ৩২ বর্ডার গার্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক গাজী আসাদুজ্জামান সরকার, কুষ্টিয়া সেক্টরের মেজর আনিছুর রহমান ও ক্যাপটেন জাহিদ। প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর মেহেদী। ফাইনালে শ্রেষ্ঠ নবীন খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন ৬ বর্ডার গার্ডের সুব্রত মণ্ডল ও শ্রেষ্ঠ প্রবীণ খেলোয়াড়ের পুরস্কার লাভ করে ল্যান্সনায়েক আলাউদ্দীন। চুয়াডাঙ্গা দলের অধিনায়ক ছিলেন ল্যান্সনায়েক এনামুল হক ও কোচ ছিলেন নায়েক সুবেদার তামিজুল হক। কুষ্টিয়া ৩২ বর্ডার গার্ড দলের অধিনায়ক ছিলেন ল্যান্সনায়েক মহসিন। ফাইনাল খেলাটি পরিচালনা করেন হ্যান্ডবল রেফারি ইসলাম রকিব ও ইউসুপ আলী।