রাতের আঁধারে চুয়াডাঙ্গার আলুকদিয়াসহ গাংনী এলাকার ডিশ লাইনের তার ও যন্ত্রপাতি চুরি : গ্রাহকদের দূর্ভোগ

 

স্টাফ রিপোর্টার: রাতের আঁধারে চুয়াডাঙ্গা সদরের আলুকদিয়া ইউনিয়নের কিছু এলাকাসহ আলমডাঙ্গার গাংনী ইউনিয়নের বিভিন্ন এলাকার ডিশলাইনের তার ও যন্ত্রপাতি কেটে চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরেরা। এসব এলাকার প্রায় দেড় হাজার গ্রাহকরা  দূর্ভোগ পোহাচ্ছে। দেখতে পাচ্ছে না ডিশ ক্যাবলের কোনো অনুষ্ঠান ও খবরা-খবর। ফলে এলাকার ডিশক্যাবল গ্রাহকরা বিক্ষুব্ধ হয়ে উঠেছে। তারা ডিশ ক্যাবল ব্যবসায়ীদের একাধিকবার ফোন ও যোগাযোগ করেও সংযোগ পাচ্ছে না।

এদিকে ওই এলাকার ডিশক্যাবল ব্যবসায়ী জাহিদুল ইসলাম গ্রাহকদেরকে আশ্বস্থ করেছেন কয়েকদিনের মধ্যেই ডিশ ক্যাবল সংযোগ চালুর ব্যবস্থা করা হচ্ছে। এ ব্যাপারে ডিশ ক্যাবল কেটে চুরি করে নিয়ে যাওয়ার ব্যাপারে আলুকদিয়া বাজারপাড়ার সিরাজুল ইসলামের ছেলে রানা ও মনিরামপুরের হাশেমের ছেলে মহিবুল্লাহসহ অজ্ঞাত ৩ জনের নামে চুয়াডাঙ্গা সদর থানায় অভিযোগ করেছেন ডিশক্যাবল ব্যবসায়ী।