মেহেরপুরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি প্রোগ্রামের পরীক্ষা শুরু

 

মেহেরপুর অফিস: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে মেহেরপুর মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ টিউটারিয়েল কেন্দ্রে গতকাল শুক্রবার এসএসসি/২০১২ প্রোগ্রামের পরীক্ষা শুরু হয়েছে। গতকাল নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়। প্রথম দিনের বাংলা ১ম পত্র পরীক্ষা চলাকালে নকলের দায়ে ৩ জনকে বহিষ্কার করা হয়। সকালে ১ম পর্বে ১৪২ জন ও বিকেলে ২য় পর্বে ১৫৬ জন অংশগ্রহণ করে। এ সময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার আমিনুল ইসলাম, টিউটারিয়েল কেন্দ্রের সমন্বয়কারী অধ্যক্ষ মহা. আখতারুজ্জামান, উন্মৃক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি প্রভাষক আব্দুর রহিম প্রমুখ পরীক্ষাকেন্দ্র ঘুরে ঘুরে দেখেন।