মুজিবনগর নাইটবার্ড ফুটবল টুর্ণামেন্টে হুদাপাড়া একাদশ জয় লাভ

 

মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগর দারিয়াপুরের নাইটবার্ড ক্লাব ফুটবলের ৫ম দিনের প্রথম রাউন্ডের খেলা গতকাল শুক্রবার নাইটবার্ড ফুটবল টুর্নামেন্ট দারিয়াপুর ফুটবলমাঠে অনুষ্ঠিত হয়। খেলায় দামুড়হুদা উপজেলার হুদাপাড়া একাদশ ১-০ গোলে মেহেরপুর উপজেলার বাড়িবাকা একাদশকে পরাজিত করে। জয়সূচক গোলটি করেন মিঠুন। রেফারির দায়িত্ব পালন করেন আফতাবউদ্দীন,  সহকারী হিসেবে ছিলেন সাবান মাহাম্মদ ও নয়ন।