বিভিন্ন বিদ্যালয়ে কম্পিউটার প্রদানকালে এমপি টগর

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আধুনিয়ন করতে হবে

 

দর্শনা অফিস: চুয়াডাঙ্গা-২ নির্বাচনী এলাকার মাধ্যমিক, কলেজ, মাদরাসা ও বিভিন্ন প্রতিষ্ঠানে কম্পিউটার বিতরণ করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। গত শনিবার সকাল সাড়ে ন’টার দিকে দর্শনা পৌর আ.লীগের কার্যালয়ে অনুষ্ঠিত কম্পিউটার বিতরণকালে এমপি আলী আজগার টগর প্রতিষ্ঠানের প্রধানদের উদ্দেশে বলেন, চলছে বিজ্ঞানের যুগ। তাই আধুনিক প্রযুক্তির আলোকে আজকের ছেলেমেয়েদের গড়ে তুলতে হবে। সনাতন পদ্ধতি শিক্ষা ব্যবস্থাকে করতে হবে আধুনিকায়ন। যাতে এ দেশের ছেলেমেয়েরা অধুনিক শিক্ষার জ্ঞান অর্জন করতে পারে। এমপি আলী আজগার টগরের নির্বাচনী এলাকার দর্শনা মেমনগর বিডি, সাড়াবাড়িয়া, দক্ষিণচাঁদপুর, তিতুদহ, নাটুদহ, হোগলডাঙ্গা, নতিপোতা, গীরিশনগর, কাশিপুর, বেগমপুর-যদুপুর, কোটালী মাধ্যমিক বিদ্যালয়, বড়সলুয়া মডেল কলেজ, দর্শনা লিটিল এনজেলস, উজিরপুর প্রাথমিক বিদ্যালয়, দামুড়হুদা ডিএস মাদরাসা, কুড়ুলগাছি আদর্শ সমবায় সমিতি, গোপালপুর দাখিল মাদরাসা, দামুড়হুদা বালিকা বিদ্যালয়সহ ২০টি প্রতিষ্ঠানের প্রধানদের হাতে কম্পিউটার তুলে দেন এমপি আলী আজগার টগর। উপস্থিত ছিলেন- দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, আ.লীগ নেতা এরশাদ আলী মাস্টার, প্রধান শিক্ষকদের মধ্যে নজরুল ইসলাম, হুমায়ন কবির, নাসির উদ্দিন আহম্মেদ, যুবলীগ নেতা আব্দুল হান্নান ছোট, আজিজুর রহমান বাবু, আশরাফুল আলম বাবু, একে আজাদ কিরণ, রেজাউল ইসলাম প্রমুখ।