ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে রবি মাস্টার স্মৃতি ফুটবল লিগের ফাইনাল খেলা গত বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয়। ২৩ আগস্ট থেকে স্থানীয় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এ খেলা শুরু হয়। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ১২টি দল ফুটবল লিগে অংশ নেয়। ফাইনাল খেলায় শৈলকুপা খেলোয়াড় কল্যাণ সমিতি ও ঝিনাইদহের স্কাই একাদশ নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোলে ড্র করে। পরে ট্রাইবেকারে ৫-৩ গোলে শৈলকুপা খেলোয়াড় কল্যাণ সমিতি চাম্পিয়ন হয়। হাজার হাজার দর্শক খেলাটি উপভোগ করে। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে ট্রফি বিতরণ করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আব্দুল হাই এমপি।