জীবননগর উপজেলা ভাইস চেয়ারম্যানের মাতৃবিয়োগ

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা যুবলীগের আহ্বায়ক বিশিষ্ট সারব্যবসায়ী জীবননগর উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজের মা ও জীবননগর আধুনিক সিনেমা হলের প্রতিষ্ঠাতা খয়েরহুদা গ্রামের আব্দুস শুকুরের স্ত্রী মহিমা খাতুন (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…… রাজেউন)। গতকাল শুক্রবার তিনি অসুস্থতাজনিত কারণে খয়েরহুদা গ্রামের নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্বামী, ৫ ছেলে ও ৬ মেয়ে রেখে গেছেন। মরহুমার নামে জীবনগরে মহিমা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম ও মহিমা ডায়াগনষ্টিক নামে দুটি সেবাধর্মী প্রতিষ্ঠান রয়েছে। গতকালই বাদ জুমা তার খয়েরহুদা ঈদগা ময়দানে জানাজা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সূধী, ব্যবসায়ীবৃন্দ ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। শেষে তাকে খয়েরহুদা গ্রামের কবরস্থানে দাফন করা হয়। তার এ অকাল মৃত্যুতে দৌলৎগঞ্জ বাজার কমিটির পক্ষে আহ্বায়ক এম.আর বাবু ও যুগ্মআহ্বায়ক শামীম ফেরদৌস গভীর শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফেরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।