ক্রীড়া প্রতিবেদক: চুয়াডাঙ্গায় হরিজন সম্প্রদায়ের মধ্যকার ফুটবল খেলায় পবন একাদশকে ২-১ গোলে হারিয়ে তুফান একাদশ জয়লাভ করেছে। গতকাল শনিবার চুয়াডাঙ্গা স্টেডিয়ামে মুক্তিপাড়া তুফান একাদশ ও হাটকালুগঞ্জ বাগানপাড়ার পবন একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। বিজয়ী দলের পক্ষে খেলোয়াড় ছিলেন বিপ্লব, প্রসাদ, বিজয়, হিরো, বিশাল, রাজা, সুজন, কিশোর, আশিক, মঙ্গল, বিশ্ব, প্রদীপ, হিরা, শুভ্রদেব ও শান্ত। তুফান একাদশের পক্ষে সহযোগিতা করেন গোকুল, জয়নাল, বাবলু, সুবোল, সাইফুল ইসলাম, টোয়েন্টি, রামলাল, নিমাই, মিন্টু, কপ্পুর ও সুবাস। পবন একাদশের পক্ষে খেলোয়াড় ছিলেন মোহন, পরেশ, কেজিও, চন্দন, দিলীপ, অন্তর, সঞ্জয়, মদন, রতন, লিপি, মিঠু, অনুপ, মধু, রাম ও সন্টু। সহযোগিতায় ছিলেন লখিন, রজ্জল ও লায়ন।