মাথাভাঙ্গা অনলাইন : মাগুরায় নানা সুলাইমান বিশ্বাসের (৮০) নামাজে জানাজায় অংশ নিলেন জাতীয় দলের ক্রিকেটার সাকিব-আল-হাসান।
শুক্রবার দুপুর ১২টার দিকে মাগুরা সদর উপজেলার বারাশিয়া এলাকায় নানাবাড়ির পাশের মাদ্রাসা মাঠে এ নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে সুলাইমান বিশ্বাসের মৃতদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার বিকেল ৪টায় মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাকিবের নানা সুলাইমান বিশ্বাস শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।