মেহেরপুর অফিস: মেহেরপুর জেল গেট থেকে মেহেরপুর সদর থানা পুলিশ জনযুদ্ধের আঞ্চলিক নেতা সবুজকে (৪২) আটক করেছে। জামিনে মুক্তি পেয়ে গতকাল বৃহস্পতিবার মেহেরপুর জেল গেট থেকে বের হওয়ার সাথে সাথে পুলিশ তাকে আটক করে। থানা পুলিশ জানায়, সবুজের নামের খুন, চাঁদবাজি, ডাকাতিসহ মেহেরপুর সদর থানায় ৬টিসহ চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন থানায় বহু মামলা রয়েছে। তবে তাকে কোথায় রাখা হয়েছে পুলিশ তা নিশ্চিত করে বলেনি। রাতে জিজ্ঞাসাবাদ শেষে তাকে যেকোনো একটি মামলায় ঢোকানো হবে।