জীবননগর ব্যুরো: গতকাল বুধবার জীবননগর সীমান্ত দিয়ে ভারতে ইলিশ পাচারকালে বিজিবি অভিযান চালিয়ে একটি মোটরসাইকেলসহ ৭২ কেজি ইলিশ আটক করেছে। জীবননগর-চ্যাংখালী সড়কের মোল্লা বিকসের সামনে থেকে এ ইলিশ উদ্ধার করা হয়। ইলিশ পাচারকারী জীবননগর পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা ওমর ফারুক এ ইলিশ ফেলে পালায় বলে প্রত্যক্ষদর্শী সূত্র জানায়।
বিজিবি সূত্রে জানা যায়, গতকাল দুপুরে গয়েশপুর বিজিবি ক্যাম্পের একটি টহলদল জীবননগর-চ্যাংখালী সড়কে টহলে ছিলো। এ সময় জীবননগরের দিক থেকে একটি মোটরসাইকেলযোগে মাছের ঝাঁপি নিয়ে যাওয়াকালে বিজিবি সেটিকে দাঁড়ানোর জন্য সঙ্কেত দেয়। বিজিবির সঙ্কেত পেয়ে চোরাচালানিরা মাছসহ মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। বিজিবি মোটরসাইকেলসহ মাছ উদ্ধার করে এবং মাছের ঝাঁপি থেকে ৭২ কেজি ইলিশ উদ্ধার করে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জীবননগর পৌরসভার ৪ নং ওয়ার্ড দৌলৎগঞ্জপাড়ার সমিরের ছেলে ওমর ফারুক এ মাছ ভারতে পাচারের জন্য নিয়ে যাচ্ছিলো।