মাথাভাঙ্গা মনিটর: বাঘের সাথে লড়াই করে প্রাণে বেঁচে ফিরলেন পশ্চিমবঙ্গের জয়নগরের তপন পিয়াদা। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, গত রোববার জয়নগরের কুলতলির বাসিন্দা তপন পার্শ্ববর্তী বেনিফেলি জঙ্গলের মাতলা নদীতে ১০ জনের একটি দলের সাথে কাঁকড়া ধরতে যান। জঙ্গলে গিয়ে একজনকে নৌকায় রেখে বাকিরা তিনজনে ভাগ হয়ে কাঁকড়া ধরতে যান। এ সময় নিজের দলের সদস্যদের কাছ থেকে কিছুটা দূরে চলে যান তপন। আর তপনকে একা পেয়ে আক্রমণ করে বসে একটি দুর্ধর্ষ বাঘ। কিন্তু সাহসী তপনও সহজে হাল ছেড়ে দেয়ার পাত্র নন। হাতে থাকা গড়ান গাছের লাঠি দিয়ে বাঘের সাথে প্রাণপণ লড়াই করেন তিনি। কিছুক্ষণ লড়াই চলার পর অন্য সঙ্গীরা এসে তাকে বাঘের কবল থেকে উদ্ধার করে। বর্তমানে জয়নগরের একটি নার্সিংহোমে চিকিৎধীন রয়েছেন তপন।