মাথাভাঙ্গা অনলাইন; চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার উত্তর মোহরা এলাকা থেকে মাইক্রোবাস ভর্তি বিপুল পরিমাণ বিদেশি মদসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
সোমবার গভীর রাত ২টার দিকে এসব মদ উদ্ধার করা হয়।
নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (উত্তর) মো.শহীদুল্লাহ বিদেশি মদ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাইক্রোবাসটি আটকের পর সেখানে এক হাজার এক’শ বোতল হ্যানিক্যান বিয়ার এবং আরও ৯২ বোতল বিভিন্ন বিদেশি ব্যান্ডের মদ পাওয়া গেছে।
আটক মাদক বিক্রেতাকে চান্দগাঁও থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সূত্র জানিয়েছে।