আলমডাঙ্গার মুন্সিগঞ্জে বিদ্যুতের দাবিতে বিদ্যুত অফিস ঘেরাও

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার মুন্সিগঞ্জে বিদ্যুতের দাবিতে মেহেরপুর পল্লি বিদ্যুতের মুন্সিগঞ্জ এরিয়া অফিস ঘেরাও করেছে এলাকাবাসী। এরিয়া অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ারকে অবরুদ্ধ করে ঘণ্টাব্যাপি আলোচনা করেও সুরাহা হয়নি। দাবি পূরণ না হলে আন্দোলনের হুঁসিশয়ারী করে দিয়েছে এলাকাবাসী।

জানা গেছে, গতকাল রাত আটটার দিকে বিদ্যুতের দাবিতে মেহেরপুর পল্লি বিদ্যুতের মুন্সিগঞ্জ এরিয়া অফিসে এলাকাবাসী ঘেরাও করে। কয়েক ঘণ্টা এরিয়া অফিসের ইনচার্জ জুনিয়র ইঞ্জিনিয়ার খাইরুল ইসলামকে অবরুদ্ধ করে রাখে। উত্তেজিত জনতা তাকে লাঞ্ছিত করার চেষ্টা করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ দিতে থাকে। খবর পেয়ে মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশের ইনচার্জ মিজানুর রহমান উপস্থিত হন। এলাকাবাসী অভিযোগ করে বলে, গত বছরে ১ নং ফিডার ছোট করে আলাদা করার দাবি তোলা হয় এবং হিস্যা অনুযায়ী বিদ্যুতের দাবিতে মুন্সিগঞ্জ এরিয়া অফিস ও মুন্সিগঞ্জ রোয়াকুলি সাবস্টেশনে তালা মেরে দেয়। এ সময় পল্লি বিদ্যুতের উচ্চপদস্থ কর্মকর্তারা এসে আলোচনা করে একটি সমঝোতা হয়। কিন্তু ১ নং ফিডার আংশিক কিছু এলাকা বাদ দিয়ে আলাদা করা হলেও বর্তমানে দিনে চার ঘণ্টা বিদ্যুত পাওয়া যাচ্ছে। আগামী তিন দিনে মধ্যে দাবি আদায় না হলে আন্দোলন করা হবে বলে এলাকাবাসী হুঁশিয়ারী করে দিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মুন্সিগঞ্জ বাজারের টানটান উত্তেজনা বিরাজ করছে।