মাথাভাঙ্গা মনিটর: নির্মাণের আবেদনের ৪৪ বছর পর ইউরোপের দেশ স্লোভেনিয়ায় প্রথমবারের মতো একটি মসজিদ নির্মাণ শুরু হচ্ছে। মসজিদটি নির্মাণে ব্যয় হবে এক কোটি ৬০ লাখ ডলার (প্রায় ১২৫ কোটি টাকা)। যার ৭০ ভাগ খরচ বহন করবে কাতার সরকার। গত শনিবার দেশটির প্রধানমন্ত্রী আলেঙ্কা ব্রাতুসেক রাজধানী লিউজিয়ানায় মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রায় ১০ হাজার লোক যোগদান করেন। মসজিদ নির্মাণ কাজ চলতি বছরের নভেম্বরে শুরু হবে এবং শেষ হবে ২০১৬ সালের অক্টোবর মাসে। ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে লিউজিয়ানার মেয়র জোরান জানকোভিচ এবং কাতারের একজন মন্ত্রীও উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, মসিজদ নির্মাণের আবেদন বছরের পর বছর ঝুলিয় রেখেছিলেন সরকারি কর্মকতারা। ২০০৪ সালে প্রায় ১২ হাজার লোক মসজিদ নির্মাণের জন্য গণভোটের আবেদন জানিয়ে চিঠি লেখেন। কিন্তু ধর্মীয় স্বাধীনতার অজুহাত দেখিয়ে স্লোভেনিয়ার সাংবিধানিক আদালত ওই আবেদন খারিজ করে দেন। উল্লেখ্য, স্লোভেনিয়ার অধিবাসীদের ২০ লাখ ক্যাথোলিথ খ্রিস্টান এবং ৫০ হাজার মুসলমান।