জীবননগর ব্যুরো/আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ৯ নং ওয়ার্ডের ইউপি মেম্বার মোসাদ্দেক আলীর বিরুদ্ধে সরকারি সার বণ্টনে অনিয়মের অভিযোগ উঠেছে। তার এ সার কেলেঙ্কারির প্রতিবাদ করায় গতকাল সোমবার সন্ধ্যায় প্রতিবাদকারী তিনজনকে পিটিয়ে জখম করা হয়েছে। এর মধ্যে গরুতর আহত ২ জনকে জীবননগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা সকলে বিএনপি নেতাকর্মী ও বাবু খান গ্রুপের লোক বলে জানা গেছে। এ ব্যাপারে জীবননগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানানো হয়েছে।
অভিযোগে জানা যায়, সরকার কৃষকদের মধ্যে বিতরণের জন্য বিনামূল্যে সার দিয়েছে। এ সার প্রকৃত চাষিদের মধ্যে বিতরণ করার কথা। আন্দুলবাড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মেম্বার মোসাদ্দেক এ সার বিতরণ নিয়ে অনিয়মে জড়িয়ে পড়েন। তিনি তার নিজস্ব লোকদের বিশেষ সুবিধা দেন। আন্দুলবাড়িয়া স্টেশনপাড়ার মৃত আকবার আলী মণ্ডলের ছেলে আব্দুল মালেকসহ তার পরিবারের সকলের নামে এ সার বরাদ্দ দেয়া হয়। কিন্তু প্রতিবেশী লিয়াকত আলীর ছেলে মহসীন আলীসহ অন্যদের সার না দিয়ে বঞ্চিত করা হয়। রোববার এ ঘটনার প্রতিবাদ করলে ইউপি সদস্যের পক্ষ নিয়ে আব্দুল মালেক তাদেরকে লাঞ্ছিত করেন। ঘটনাটি নিয়ে উত্তপ্ত অবস্থা বিরাজমান থাকায় গতকাল আবারও এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে আব্দুল মালেকের নেতৃত্বে শহিদুল ইসলামের ছেলে নান্নু, আব্দুল খালেকের ছেলে মইদুল ও আয়ুব আলী মণ্ডলের ছেলে রবিউল ইসলাম লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে মহাসীন আলী, ফেলা ও বেলাকে পিটিয়ে আহত করে।