ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তি পরীক্ষা শুরু ১৬ নভেম্বর
স্টাফ রিপোর্টার: ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষা আগামী ১৬ নভেম্বর শুরু হবে। গতকাল সোমবার সকাল নয়টায় উপাচার্যের সভাকক্ষে উপাচার্য আবদুল হাকিম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
ঘোষিত তারিখ অনুযায়ী, আগামী ১৬ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এ বছর পাঁচটি অনুষদ ও আটটি ইউনিটের অধীনে মোট ২২টি বিভাগের এক হাজার ৪৬৫ আসনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা মোবাইলফোন অপারেটর টেলিটকে খুদেবার্তার (এসএমএস) মাধ্যমে ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ভর্তির আবেদন করতে পারবে। এ বছর সব ইউনিটে পরীক্ষার্থীদের আবেদনের যোগ্যতা গত বছরের মতো বহাল আছে। প্রতিটি ফরমের মূল্য ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় পরীক্ষার সময়সূচি ও যাবতীয় বিষয় বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তী সময়ে অবহিত করা হবে বলে জানানো হয়। আগামী ২৪ নভেম্বরের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশের সিদ্ধান্তও গৃহীত হয়। বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত সব তথ্য নিজস্ব ওয়েবসাইট www.iubd.net/www.iu.ac.bd/ থেকে বিস্তারিত জানা যাবে।