আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে রেলস্টেশন ও ক্যানেলপট্টি এলাকা থেকে গতকাল সোমবার সন্ধ্যায় চারজনকে গ্রেফতার করেছে। আজ মঙ্গলবার মাদক আইনে তাদেরকে আদালতে সোপর্দ করা হতে পারে।
জানা গেছে, আলমডাঙ্গা রেলস্টেশনের গুদাম ঘরের পাশে তিন যুবক রেললাইনের ওপর বসে গাজাঁ সেবন করছিলো। আলমডাঙ্গা থানার এসআই টিপু সুলতান গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে হাতেনাতে গাঁজা সেবন অবস্থায় গ্রেফতার করেন। এরা হলো- কামালপুর গ্রামের মৃত ঝড়ু মণ্ডলের ছেলে আকবার, গোবিন্দপুর গ্রামের মৃত ওম্বাদ আলীর ছেলে খাইরুল, মাগুরা জেলার আলিয়াটনগরের মৃত সাহাদৎ হোসেনের ছেলে সাইদুর। এসআই টিপু সুলতান আলমডাঙ্গার ক্যানেলপট্টিতে অপর একটি অভিযান চালিয়ে ক্যানেলপট্টির পিটি ঘোষের ছেলে লক্ষণের ইজিবাইকের সিটের নিচে ১৭ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেন। থানা প্রশাসন লক্ষণকে গাঁজা সেবন বলে চালিয়ে দেয়ার চেষ্টা করলেও স্থানীয় জনতা তা বুঝে ফেলে। তাকে গতকাল সোমবার সন্ধ্যায় ছাড়ানোর জন্য জোর প্রচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসআই টিপু সুলতান গাঁজা বলে চালানোর চেষ্টা করলেও ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। তাদের মাদক আইনে আজ মঙ্গলবার আদালতে সোপর্দ করা হতে পারে।