মাথাভাঙ্গা মনিটর: ইরাকজুড়ে সহিংসতায় কমপক্ষে ২৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে অসংখ্য মানুষ। গতকাল রোববারে দেশটির দক্ষিণে বাবিল প্রদেশের শিয়া অধ্যুষিত শহর হিল্লায় দুটি গাড়ি বোমা বিস্ফোরণে ১৬ জন নিহত হয়েছে। পুলিশ ও মেডিকেল সূত্রে এ খবর জানা গেছে। এদিকে রাজধানী বাগদাদের প্রাদেশিক কাউন্সিলর প্রধান রিয়াদ আল-আধাধের গাড়িবহরে আরেকটি গাড়ি বোমা বিস্ফোরিত হয়। এ বোমা হামলায় প্রাদেশিক কাউন্সিল প্রধান অক্ষত অবস্থায় বেঁচে গেলেও তার এক দেহরক্ষীসহ দুজন নিহত হয়েছে এবং আহত হয়েছে চারজন। এছাড়াও বাগদাদের দক্ষিণে কারবালা, নাসিরিয়াহ, সুয়েইরাহ ও হাফরিয়াহ এবং সুন্নি অধ্যুষিত আবু গরিব ও মসুল শহরে বোমা হামলা চালানো হয়। এ ঘটনার একদিন আগে মসুল শহরের কাছে একটি অন্তেষ্ট্যিক্রিয়া অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় ২৭ জন নিহত হয়। গত সপ্তায় দেশটিতে সহিংসতায় দেড়শ’র বেশি মানুষ নিহত হয়েছে।
যদিও দেশটির কর্তৃপক্ষ জঙ্গিবিরোধী অভিযান অব্যাহত রাখছে তারপরও ইরাকজুড়ে প্রতিনিয়ত এ ধরনের সহিংসতার ঘটনা ঘটছে। দেশটিতে জাতিগত সংঘাতের ফলেই সহিংসতার ঘটনা বেড়ে গেছে।