স্টাফ রিপোর্টার: ১৫ সেপ্টেম্বর রংপুর জেলা স্কুল মাঠে ১৮ দলীয় জোটের এক মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে সঙ্গীতশিল্পী বেবী নাজনীনও থাকছেন। দীর্ঘদিন ধরেই বেবী রাজনীতিতে সক্রিয় হয়েছেন। বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির বিভিন্ন সভা-সমাবেশে এবং দেশ-বিদেশে দলের নির্বাচনী এবং বিভিন্ন কার্যক্রমে তাকে উপস্থিত দেখা যায়। নীলফামারী-৪ আসন থেকে তিনি মনোনয়ন পাচ্ছেন এমন খবরও শোনা গেছে। সর্বশেষ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে অনুষ্ঠিত নরসিংদীর ১৮ দলীয় জোটের মহাসমাবেশেও বক্তব্য রেখেছেন বেবী নাজনীন। এ প্রসঙ্গে বেবী নাজনীন বলেছেন, আমি অনেক দিন থেকেই বিএনপির সাথে জড়িত। আমি বেশ কয়েক বছর ধরেই দলের হয়ে কাজ করে আসছি। আমাদের নেত্রী চাইলে আমি অবশ্যই নির্বাচনে অংশ নেবো। তবে আমি গান ছেড়ে নির্বাচনে যাবো না।