যাত্রীসহ চালককে বেঁধে আলমসাধু ও মালামাল ছিনতাই

আলমডাঙ্গার মুন্সিগঞ্জ গোয়ালবাড়ি সড়কে ছিনতাইকারীদের তাণ্ডব

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার মুন্সিগঞ্জ-গোয়ালবাড়ি সড়কের চটকাতলা নামক স্থানে আবারো যাত্রীসহ আলমসাধুচালককে বেঁধে রেখে আলমসাধু, মোবাইলফোন ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আলমডাঙ্গায় রোগী রেখে ফেরার পথে রোগীর লোকজনসহ আলমসাধু চালককের হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় রাতভর কলাক্ষেতের মধ্যে বেঁধে ফেলে রাখে। ভোরে মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন দু মহিলা যাত্রী ও আলমসাধুচালকসহ ৪ জন।

এ ব্যাপারে নতিডাঙ্গা গ্রামের সিদ্দিকের ছেলে আলমসাধু চালক জসিম জানান, রাত ২টার দিকে গোয়ালবাড়ি গ্রামের চটকাতলা নামক স্থানে একটি মেহগনি গাছ পড়ে থাকতে দেখি। এ সময় দ্রুত আলমসাধু ঘুরিয়ে নিতে গেলে একদল মুখোশধারী ছিনতাইকারী আমাদের ঘিরে ফেলে। এ সময় তাদের কাছে থাকা দড়ি দিয়ে আমাকেসহ একই গ্রামের মৃত আজিজের স্ত্রী সাজেদা ও তার ছেলে দেলোয়ার এবং জালালের স্ত্রী হাজেরাকে বেঁধে ফেলে। কাছে থাকা একটি মোবাইলফোন ও ১শ টাকা ছিনিয়ে নেই। প্রাণনাশের হুমকি দিয়ে চোখ বেঁধে একটি কলাক্ষেতের মধ্যে নিয়ে বসিয়ে রেখে আলমসাধু নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। ভোরে নিজেরাই চেষ্টা করে একে অন্যের হাত পায়ের বাঁধন খুলে বাড়িতে ফিরি।