দর্শনা অফিস: দর্শনা মেমনগর মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার বিকেলে রামনগর মাথাভাঙ্গা যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত ফুটবল ম্যাচে অংশ নিয়ে মেহেরপুর একাদশকে টাইব্রেকারে ৩-১ গোলে হারিয়ে খুলনা একাংশ জয়লাভ করে। খেলাটি পরিচালনা করেন সুভাষ, নিপুন ও আলো। উপস্থিত ছিলেন, মোমিনুল ইসলাম, মোজাহারুল ইসলাম, মোশাররফ হোসেন, আ. রফিক কাবি, হাতেম মণ্ডল, খলিল, সাবেক জাতীয় ফুটবলার গিয়াস উদ্দিন পিনা। সার্বিক দায়িত্বে ছিলেন, ফয়সাল, রেজাউল, রাজন, আশরাফুল, জুলফিকার ও লোমান। ধারাভাষ্যে ছিলেন সাংবাদিক হানিফ মণ্ডল ও হাসান।