জীবননগরর গয়েশপুরের মাদকসম্রাট শাহার গ্রেফতার : ভাঙচুর মামলায় চালান

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা গয়েশপুর উত্তরপাড়ার মাদকসম্রাট শাহার আলীকে (৩৫) গ্রেফতার করে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাহারকে গত ৯ ডিসেম্বর বিরোধীদলের সংঘটিত ভাঙচুর মামলায় গ্রেফতার দেখানো হয়। গতকাল শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হয়।

জীবননগর থানার ওসি আব্দুর রাকিব খান জানান, জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর উত্তরপাড়ার আজির বকসের ছেলে শাহার আলী একজন চিহ্নিত মাদকব্যবসায়ী। গত বৃহস্পতিবার রাতে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে গত ৯ ডিসেম্বর জীবননগরে সংঘটিত বিরোধীদলের নেতাকর্মীদের তাণ্ডব ও ভাঙচুর মামলায় গ্রেফতার দেখিয়ে গতকাল আদালতে চালান দেয়া হয়েছে। এলাকাবাসী জানায়, গ্রেফতারকৃত শাহার এলাকায় মাদকসম্রাট হিসেবে পরিচিত। সে প্রতিদিন চোরাইপথে ভারতে থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল, মদ ও গাঁজা নিয়ে আসে। এসব মাদকদ্রব্যের অধিকাংশই দেশের অভ্যন্তরে পাচার করে থাকে এবং বাকি অংশ বাড়িতেই বিক্রি করে থাকে।